মোঃ নুরউদ্দীন মাহমুদ
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন ভোলা জেলা শাখার উদ্যোগে ২৬ টি স্কুলের ৯৬৩ শিক্ষার্থীদের নিয়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় ভোলা সরকারি কলেজে এই বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়।
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন একযোগে দেশব্যাপী এই বৃত্তি পরীক্ষার আয়োজন করেছে।
সংগঠনটির ভোলা জেলা শাখার সভাপতি আব্বাসউদ্দীন জানান,বাংলাদেশের কিন্ডারগার্টেন এসোসিয়েশন প্রতিষ্ঠার শুরু থেকে বৃত্তি পরীক্ষা আয়োজন করে আসছে। শিক্ষার্থীদের মেধা ও প্রতিবা বিকাশে বৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পড়ালেখার প্রতি শিক্ষার্থীদের আরও আগ্রহী করে তুলতে প্রতিযোগিতা মূলক এ আয়োজন। সংগঠনটির ভোলা জেলা শাখার সাধারণ সম্পাদক ও আজকের পরীক্ষার হল সুপার আবু তাহের স্যার জানান,সুষ্ঠ ও নিরিবিলি পরিবেশে ও কোন রকম অনিয়ম ছাড়া আজকের পরিক্ষা সম্পন্ন হয়েছে। প্রতিভাবান শিক্ষার্থীদের বাছাই করে পুরস্কৃত করাই আমাদের মূল উদ্দেশ্য।
শনিবার সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত বাংলা, ইংরেজি ও গনিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ভোলা সদর উপজেলা ও দৌলতখান উপজেলার কিন্ডারগার্টেনের নার্সারি থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। তিনি আরো জানান, অনুষ্ঠিত এ পরিক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের খাতা দেখবেন অন্য জেলার শিক্ষকরা। কোন ধরনের অসচ্চতা থাকবে না এ পরিক্ষায়। প্রকৃত মেধাবীরাই বৃত্তি পেয়ে পুরস্কার অর্জন করবে। একই প্রশ্নে একযোগে সারাদেশে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা দিতে আসা এম আর আইডিয়াল স্কুল এন্ড মাদরাসার অভিভাবক সিয়াম সিকদার ও মিতু জানান , বৃত্তি পরীক্ষায় তাদের সন্তানরা উৎসাহের সহিত অংশ গ্রহন করে। এই ধরনের প্রতিযোগিতা মূলক পরিক্ষা শিক্ষার্থীদের মেধার বিকাশে ভূমিকা রাখতে পারে বলেও জানান তারা।

0 মন্তব্যসমূহ