Header Ads Widget

হাইকোর্টের রায় অমান্য করে সড়ক ইজারা দিলেন প্রশাসক


লালমোহনে পৌরসভা। ছবি: মিরর

লালমোহন প্রতিনিধি:

হাইকোর্টের আদেশ উপেক্ষা করে ভোলার লালমোহনে আঞ্চলিক মহাসড়ক ইজারা দিয়েছেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. শাহ আজিজ। এর ফলে টোল আদায়ের নামে সড়কে চাঁদাবাজিসহ নানা ধরনের বিশৃঙ্খলা দেখা দিয়েছে।

হাইকোর্টের নির্দেশনা: ২০২২ সালের ২৫ সেপ্টেম্বর স্থানীয় সরকার বিভাগের পৌর-১ শাখার একটি বিজ্ঞপ্তিতে হাইকোর্টে দায়েরকৃত রিট পিটিশন নং-৪৬৪০/২০২২ অনুযায়ী জানানো হয়, টার্মিনাল ছাড়া কোনও সড়ক বা মহাসড়ক থেকে টোল আদায় করা যাবে না। এছাড়া পৌর বিধান, ৯৮ ধারার ৭নং অনুচ্ছেদ অনুসারে শুধুমাত্র পৌরমেয়র নির্মিত টার্মিনাল ছাড়া পার্কিং ফি বা টোল আদায় সম্পূর্ণ অবৈধ।

খোঁজ-খবরে দেখা গেছে, লালমোহন পৌরসভা কর্তৃক নির্মিত কোনো পরিবহণ টার্মিনাল বা স্ট্যান্ড নেই।

অভিযোগ ও বিরোধ: গত ২০ এপ্রিল ‘স্ট্যান্ড দিন, টোল নিন’ দাবিতে থানার মোড়ে মানববন্ধন করেছিল লালমোহন রেন্ট এ কার মালিক সমিতি। অভিযোগ, পরদিন তাদেরকে ইজারাদারের লোকজন কয়েক দফায় মারধর করেছে।

অন্য এক যুবক ফেসবুকে পোস্ট দিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন আয়োজনের ঘোষণা দিলে তার বাস কাউন্টার ভাঙচুর ও দখলেরও অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা জানান, এসব হামলা পৌর প্রশাসকের ইশারায় ঘটেছে।

পৌর প্রশাসকের বক্তব্য: লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. শাহ আজিজ জানান, তিনটি স্ট্যান্ডের নাম উল্লেখ করে ইজারা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং এতে হাইকোর্টের নির্দেশনা মেনে কথা বলা হয়েছে।

লালমোহনের পাশের দুই পৌরসভায় কোনো স্ট্যান্ড ইজারা দেওয়া হয়নি। ফলে জনমনে প্রশ্ন উঠেছে, হাইকোর্টের রায় অমান্য করে কেন সড়ক ইজারা দেওয়া হলো। স্থানীয়রা স্থানীয় সরকার বিভাগ ও দুর্নীতি দমন কমিশনের কাছে বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ