Header Ads Widget

মেসির মায়ামিকে হারিয়ে লিগস কাপে চ্যাম্পিয়ন সিয়াটল

 

ছবি : সংগৃহীত

ম্যাচ শেষে সাউন্ডার্স কোচ শমেটজার বলেন, “ফলাফলে আমরা অত্যন্ত খুশি। দ্বিতীয় গোলটা আমাদের স্বস্তি এনে দিয়েছে, আর শেষ গোলটা যেন রূপকথার সমাপ্তি। আজ সত্যিই সাউন্ডার্সদের দিন।”

এই জয়ের ফলে সাউন্ডার্স নিশ্চিত করেছে ২০২৬ কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে সরাসরি রাউন্ড অব সিক্সটিনে খেলার সুযোগ। একইসঙ্গে সিয়াটল এখন একমাত্র এমএলএস ক্লাব, যারা লিগের সব পাঁচটি বড় শিরোপা জয়ের কীর্তি গড়েছে—এমএলএস কাপ, কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ, ইউএস ওপেন কাপ, সাপোর্টার্স শিল্ড এবং লিগস কাপ।লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, জর্দি আলবা কিংবা সার্জিও বুস্কেটস—তারকা খেলোয়াড়দের নিয়ে শক্তিশালী একাদশ নামালেও ইন্টার মিয়ামিকে হতাশ হতে হলো লিগস কাপ ফাইনালে। সিয়াটল সাউন্ডার্সের কাছে ৩-০ গোলের বড় ব্যবধানে হেরে শিরোপা স্বপ্নভঙ্গ হলো মেসিদের।

মার্কিন যুক্তরাষ্ট্রের এমএলএস ও মেক্সিকোর লিগা এমএক্সের যৌথ আয়োজিত এ টুর্নামেন্টের পঞ্চম আসরের ফাইনাল অনুষ্ঠিত হয় রবিবার রাতে লুমেন ফিল্ডে। গ্যালারি ভর্তি দর্শকের সামনে সিয়াটল সাউন্ডার্স কোচ ব্রায়ান শমেটজারের অধীনে জিতে নিলো আরেকটি বড় শিরোপা। শমেটজারের অধীনেই দলটি এর আগে দুইবার এমএলএস কাপ ও কনকাকাফ চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণে ধারাবাহিকতা দেখায় সাউন্ডার্স। ২৬ মিনিটে আলেক্স রোলডানের ক্রসে ওসাজে ডি রোসারিও গোল করে দলকে এগিয়ে দেন। তবে দ্বিতীয়ার্ধে ফেরার সুবর্ণ সুযোগ পেয়েছিল ইন্টার মিয়ামি। ৫০ মিনিটে মেসির শট সামান্য ক্রসবারের উপর দিয়ে চলে যায়। কিছুক্ষণ পর তাদেও অ্যালেন্দে একেবারে ফাঁকা পোস্টে শট নিয়েও লক্ষ্যভ্রষ্ট হন।

শেষদিকে নিয়ন্ত্রণ নেয় সিয়াটল। ৮৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন আলেক্স রোলডান (২-০)। আর ৮৯ মিনিটে স্থানীয় খেলোয়াড় পল রথরক তৃতীয় গোল করে জয় নিশ্চিত করেন (৩-০)।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ