নেত্রকোনার কলমাকান্দায় পুলিশের অভিযানে ১৬ মামলার আসামিসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল রোববার গভীর রাতে এসআই আবু হানিফা ও এসআই ফেরদৌস আলমের নেতৃত্বে থানার একটি চৌকস দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় ৩২ পিস ইয়াবাসহ হাতেনাতে ধরা পড়ে—
১. সোহেল মিয়া (৩০), পিতা চাঁন মিয়া, সাং চানপুর, থানা কলমাকান্দা, জেলা নেত্রকোণা (চুরি ও মাদকের ১৬ মামলার আসামি)
২. মো. সেলিম (৫০), পিতা মনির উদ্দিন, সাং কান্দাপাড়া, থানা মধ্যনগর, জেলা সুনামগঞ্জ
৩. সৈনিক মিয়া (৩০), পিতা হোসেন আলী, সাং মধ্যনগর (পুরাতন পাড়া), থানা মধ্যনগর, জেলা সুনামগঞ্জ।
গ্রেপ্তারদের বিরুদ্ধে কলমাকান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে আসামি সোহেল মিয়া এলাকায় চুরি, ছিনতাই ও মাদক চোরাচালান করে স্থানীয় শান্তি-শৃঙ্খলা ভঙ্গ করছিল। তার গ্রেফতারের খবরে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
এ বিষয়ে কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
0 মন্তব্যসমূহ