Header Ads Widget

ম্যানসিটিতে যোগ দিলেন ইতালির গোলরক্ষক দোন্নরুম্মা

 

  জিয়ানলুইজি দোন্নারুম্মা-ফাইল ছবি

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি) শিরোপা জিতাতে অগ্রনী ভূমিকা রেখেছিলেন ইতালির গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা। তাইতো দলবদলে বিশ্বমানের দুই গোলকিপারের ভাগ্য নির্ধারণ হয়েছে। পিএসজি থেকে গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুম্মাকে দলে ভিড়িয়েছে ম্যানচেস্টার সিটি।

অপর দিকে ফেনারবাচের কাছে এদেরসনকে বিক্রি করেছে তারা। সুইস ডিফেন্ডার ম্যানুয়েল আকাঞ্জিও ট্রান্সফার ডেডলাইনের আগে সিটি ছেড়ে এক মৌসুমের জন্য ধারে ইন্টার মিলানে যোগ দিয়েছেন। যতটুকু জানা গেছে, দোন্নারুম্মাকে কিনতে ২৬ মিলিয়ন পাউন্ড দিতে সম্মত হয়েছে সিটি। তিনি পাঁচ বছরের চুক্তিতে ইংলিশ ক্লাবে যোগ দিয়েছেন। তাতে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানোর সুযোগ রাখা হয়েছে।

২৬ বছর বয়সি এই খেলোয়াড় লিগ ওয়ান এবং চ্যাম্পিয়নস লিগ জয়ী পিএসজিতে ব্রাত্য হয়ে পড়েছিলেন। কারণ লিল থেকে লুকাস শ্যাভলিয়েরকে দলে টেনেছে ফরাসি জায়ান্টরা।

সাবেক এসি মিলান গোলকিপার দোন্নারুম্মা ইতোমধ্যে ক্লাব ফুটবলে ৪১২ ম্যাচ খেলেছেন এবং ইতালির হয়ে ৭৪ ম্যাচে অংশ নিয়েছেন। ২০২০ সালের ইউরো ফাইনালে ইংল্যান্ডকে হারাতেও ভূমিকা রেখেছেন তিনি।

এই গ্রীষ্মে সিটির সপ্তম নতুন সাইনিং ইতালিয়ান গোলকিপার। এর আগে বার্নলি থেকে গোলকিপার হিসেবে এসেছেন জেমস ট্র্যাফোর্ড।

এদিকে, সিটিজেনদের হয়ে আট বছর কাটানোর পর বিদায় নিচ্ছেন এদেরসন। এই সময়ে তিনি ছয়টি প্রিমিয়ার লিগ এবং একটি চ্যাম্পিয়নস লিগ জিততে অবদান রেখেছেন।

তুর্কি ক্লাব ফেনারবাচে ৩২ বছর বয়সি এই গোলকিপারের জন্য ১২.১ মিলিয়ন পাউন্ড দিতে সম্মত হয়েছে। ২০১৭ সালে বেনফিকা থেকে ৩৫ মিলিয়ন পাউন্ডে সিটিতে যোগ দেওয়ার পর এদেরসন সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৭২ ম্যাচ খেলেছেন।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ