Header Ads Widget

হলুদ সাংবাদিকতার পতন আমার হাত ধরেই হবে : সর্ব মিত্র চাকমা

 

ডাকসু নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী সর্ব মিত্র

অল্প সময়ের মধ্যেই দেশের মিডিয়া জগতকে চেনা হয়ে গেছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী সর্ব মিত্র। যিনি লড়াই করছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি আজ শুক্রবার এসব অভিযোগ করেন।

 তিনি বলেন, “আমি বুঝতে পেরেছি, কীভাবে একসময় ফ্যাসিস্ট শাসকগোষ্ঠী মিডিয়াকে ব্যবহার করে নিজেদের পক্ষে সম্মতি তৈরি করত। এখনো একইভাবে প্রশ্ন সাজানো হয়।”
সর্ব মিত্র অভিযোগ করেন, একটি বামপন্থী গণমাধ্যম তার কাছে মুক্তিযুদ্ধ ও পাহাড় বিষয়ক প্রশ্ন তুললেও ঢাকা বিশ্ববিদ্যালয়কে ঘিরে তার পরিকল্পনা বা স্বপ্ন সম্পর্কে জানতে চায়নি। তার ভাষায়, “ওরা আসল উদ্দেশ্যে প্রশ্ন করেনি, বরং আমার মুখ থেকে ইচ্ছাকৃতভাবে বিতর্কিত কিছু বের করে আনতে চাইছিল।” 

তবে তিনি জানিয়ে দেন, এতে তিনি বিচলিত নন। বরং হাসিমুখেই সব মোকাবিলা করছেন।
এ সময় সর্ব মিত্র হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে তার অবস্থান স্পষ্ট করে বলেন, “স্রেফ ঘোষণা করছি— হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে আমার যুদ্ধ শুরু হয়েছে। সময় আসবে, আপনাদের পতন আমার হাত ধরেই হবে।” 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ