Header Ads Widget

৮৫ বছর পর আজান ধ্বনিত ইউরোপের এই মসজিদে

 

ঐতিহাসিক রাভনো মসজিদ |সংগৃহীত

পাহাড়ের পাদদেশে নান্দনিক একটি মসজিদ। নাম রাভনো মসজিদ। দীর্ঘ ৮৫ বছর বিরান পড়ে থাকার পর ফের এখানে শোনা গেলো আজানের সুমধুর ধ্বনি।

আখবারুল বসনিয়া জানিয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতায় ভেঙে পড়ে মসজিদটির গম্বুজ, ধসে যায় দেয়াল। তারপর থেকেই এটি বিরান পড়েছিল।

পাহাড়ের পাদদেশে নান্দনিক একটি মসজিদ। নাম রাভনো মসজিদ। দীর্ঘ ৮৫ বছর বিরান পড়ে থাকার পর ফের এখানে শোনা গেলো আজানের সুমধুর ধ্বনি।

আখবারুল বসনিয়া জানিয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতায় ভেঙে পড়ে মসজিদটির গম্বুজ, ধসে যায় দেয়াল। তারপর থেকেই এটি বিরান পড়েছিল।

অবশেষে গত ২৩ আগস্ট এটি নতুনভাবে মুসল্লিদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে এবং আনুষ্ঠানিকভাবে ফের এটিতে উচ্চকিত হয়েছে সুমধুর আজানের ধ্বনি।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ