Header Ads Widget

এবার বিসিবির পরিচালক পদে লড়বেন তামিম

 

তামিম। ফাইল ছবি: সংগৃহীত

মিরর ডেস্ক ঃ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে পরিচালক পদে লড়াই করবেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান। সম্প্রতি দেশের প্রথমসারির এক পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। একই বিষয়ে ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজও প্রতিবেদন প্রকাশ করেছে।

তামিম বলেন, কেউ আগেভাগে বলতে পারে না যে তিনি সভাপতি হবেন। বিসিবিতে আগে পরিচালক হতে হয়। তাই এ নির্বাচনে তিনি পরিচালক পদে লড়াই করবেন। দেশের ক্রিকেটের জন্য কাজ করতে হলে সিদ্ধান্ত গ্রহণের জায়গায় থাকতে হবে বলেও জানান তিনি। তার ভাষায়, যদি পর্যাপ্ত সমর্থন পান, তখন সভাপতির পদ নিয়েও বিবেচনা করবেন।

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, ২৫ সদস্যের পরিচালনা পর্ষদ নির্বাচিত হন তিনটি ক্যাটাগরি থেকে। ঢাকাভিত্তিক ক্লাবের ভোটে ১২ জন, আঞ্চলিক ও জেলা প্রতিনিধিদের ভোটে ১০ জন এবং অন্যান্য প্রতিনিধি কোটায় একজন পরিচালক নির্বাচিত হন। এ ছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনীত হন দুই পরিচালক। পরে এই পরিচালকরাই ভোট দিয়ে সভাপতি নির্বাচন করেন।

তামিম মনে করেন, এখন এমন প্রার্থী বেছে নেয়া প্রয়োজন যারা সত্যিই দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে সক্ষম। তার মতে, সবাই বলে ক্রিকেটে রাজনীতি থাকা উচিত নয়, কিন্তু বাস্তবে দেখা যায় গুজব ছড়ানো আর একে অপরকে আক্রমণই চলছে। অথচ মূল আলোচনার বিষয় হওয়া উচিত, কে আসলেই ক্রিকেটের জন্য সবচেয়ে যোগ্য।


সর্বশেষ বিসিবি নির্বাচন হয়েছিল ২০২১ সালের ৬ অক্টোবর। গঠনতন্ত্র অনুযায়ী আগামী ৭ অক্টোবরের মধ্যে নতুন নির্বাচন সম্পন্ন করতে হবে। তার অন্তত ৩০ দিন আগে প্রয়োজনীয় কাউন্সিলর মনোনয়নের নোটিশ দেয়া হবে। এরপর নির্বাচন কমিশন ভোটার তালিকা, সময়সূচি ও নির্বাচনের নিয়মাবলি চূড়ান্ত করবে।

বাংলাদেশের সবচেয়ে সফল ওপেনারদের একজন তামিম ইকবালের এই ঘোষণা ক্রিকেটপ্রেমী ও প্রশাসনিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে। মাঠে দীর্ঘদিন নেতৃত্ব দেয়ার পর এবার তিনি বোর্ডরুমেও নেতৃত্ব দেয়ার প্রস্তুতি নিচ্ছেন।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ