Header Ads Widget

চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ ভারত : মোদি

 

ছবি: সংগৃহীত

নয়াদিল্লি চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ রোববার সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনের ফাঁকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে এক বৈঠকে তিনি এ প্রতিশ্রুতি দেন। খবর: রয়টার্স।

সাত বছর পর মোদি চীন সফরে গেছেন এই সম্মেলনে যোগ দিতে। এতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ মধ্য এশিয়া, দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং মধ্যপ্রাচ্যের নেতারা অংশ নিচ্ছেন। বিশ্লেষকদের মতে, পশ্চিমা চাপের মুখে মোদি ও শি এক ধরনের ঐক্যবদ্ধ বার্তা দিতে চাইছেন।

মোদি বলেন, পারস্পরিক সম্মান, আস্থা ও সংবেদনশীলতার ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেয়াই নয়াদিল্লির লক্ষ্য। তিনি আরও জানান, সীমান্তে শান্তি ও স্থিতিশীলতার পরিবেশ তৈরি হয়েছে এবং উভয় দেশ সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে সমঝোতায় পৌঁছেছে।

২০২০ সালে লাদাখ সীমান্তে প্রাণঘাতী সংঘর্ষের পর থেকে ভারত-চীন সম্পর্ক কার্যত স্থবির হয়ে পড়ে। তবে গত বছর রাশিয়ায় মোদি-শি বৈঠকের পর সীমান্ত টহল সংক্রান্ত চুক্তি হয়, যা সম্পর্কের অচলাবস্থা ভাঙতে ভূমিকা রাখে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে সেই উষ্ণতা আরো বাড়ছে।

মোদি বৈঠকে জানান, দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট পুনরায় চালু করা হবে। চীনও সম্প্রতি ভারত সফরে তাদের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র আলোচনায় দুর্লভ খনিজ, সার ও টানেল খনন যন্ত্রের ওপর রফতানি বিধিনিষেধ তুলে নিয়েছে।

চীনের রাষ্ট্রদূত শু ফেইহং বলেছেন, যুক্তরাষ্ট্র ভারতের ওপর যে উচ্চ শুল্ক আরোপ করেছে, তার বিরোধিতা করবে বেইজিং এবং ‘দৃঢ়ভাবে ভারতের পাশে দাঁড়াবে।

গত কয়েক মাসে ভারতীয় পর্যটকদের জন্য তিব্বতের বৌদ্ধ তীর্থস্থান ভ্রমণের অনুমতি দিয়েছে চীন। সে সঙ্গে, উভয় দেশ পর্যটক ভিসার বিধিনিষেধও শিথিল করেছে।

বেঙ্গালুরুর তক্ষশীলা ইনস্টিটিউশনের বিশেষজ্ঞ মনোজ কেওয়ালরামানি মনে করেন, ভারত-চীন সম্পর্ক এখন নতুন ভারসাম্য খোঁজার দীর্ঘ ও জটিল প্রক্রিয়ার মধ্যে রয়েছে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ