Header Ads Widget

বোরহানউদ্দিনে চিকিৎসকের ভুল চিকিৎসায় হাত-পা হারানো শিশু তানভীরের মৃত্যু

ভোলা জেলার বোরহানউদ্দিনে চিকিৎসকের অবহেলায় হাত-পা হারানো শিশু তানভীর অবশেষে মৃত্যুবরণ করেছে। দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগার পর গতকাল (শুক্রবার) রাত ২টা ৩০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে।

শিশু তানভীর 

তানভীরের পরিবার জানায়, স্থানীয় এক চিকিৎসকের ভুল চিকিৎসার কারণে গুরুতর সংক্রমণ হয়। এ অবস্থায় তার হাত-পা কেটে ফেলতে বাধ্য হন চিকিৎসকরা। এরপর থেকেই তানভীর দীর্ঘ সময় ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করছিল।

ঘটনার পর থেকেই পরিবারসহ এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। সঠিক বিচার এবং সংশ্লিষ্ট চিকিৎসকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তারা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ